রাষ্ট্র কার পাহারাদার: দেশপ্রেমিকের না ক্ষমতার

© Copyrighted Imagery Content of the Author | All Rights Reserved

ওয়াকারের বাহিনী ৩২ নম্বরকে পাহারা দিতে পারে,
কিন্তু হাদীর মতো দেশপ্রেমিক তরুণকে নি’রাপত্তা দিতে পারে না? না কি দিতে চায় না?

সরিফ ওসমান হাদীর ওপর নির্মম হা*মলা শুধু একটি ব্যক্তির ওপর আ’ঘাত নয়—এটা সত্য ও ন্যায়বিচারের ওপর আ’ঘাত।
যে তরুণ দেশ, সমাজ, মানুষের জন্য নিজের জীবন ঝুঁ’কিতে ফেলে কাজ করেছে, সেই হাদীর নি’রাপত্তা দিতে না পারা কি আসলেই অক্ষমতা? নাকি ইচ্ছার ঘাটতি?

একদিকে লীগ ও লীগের স্থাপনা পাহারা—
অন্যদিকে দেশের ভবিষ্যৎ হতে পারত এমন এক সাহসী যুবককে হ/ত্যার মতো নৃশংস হা*মলা!

এই রাষ্ট্রযন্ত্র আসলে কাদের জন্য কাজ করে?
দেশপ্রেমিকদের জন্য, নাকি লীগ এবং “র” এর ছায়ায় থাকা গোষ্ঠীর জন্য? ওয়াকার কে জবাব দিতে হবে।

হাদীর ওপর হা*মলার সঠিক বিচার চাই।
দেশপ্রেমিকদের জীবন র’ক্ষা করার দ্বায়িত্ব রাষ্ট্রের। 
© Copyrighted Imagery Content of the Author | All Rights Reserved

 

ওয়াকারের মত লোকে’রা সাধারণত দুইটি কারণে ভা’রতের তা’বেদারি করে তার একটি লো’ভ আরেকটি ভয়! ভ’য় এই ভেবে যে ভা’রতের বি’রুদ্ধে গেলে তাকে হ/ত্যা করা হতে পারে।
আর এই দুইটির একটিও যদি কারো ভিতরে থেকে থাকে তাহলে সে কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারবে না!
ওয়াকার সেই ভ’য়েই ভা’রতের আদেশে সেদিন হাসিনা সহ তার সহযোগীদের পা’লাতে সাহায্য করেছে। আর সেই ধারা এখনো চলছে।
একদিকে যেমন আমরা “ওসমান হাদির” মতো ভয়হীন সাহসী দেশপ্রেমিক যুবক পেয়ে গর্ব বোধ করি, তেমনি অন্যদিকে ওয়াকারের মতো ভী’তু কা*পুরুষকে সে’নাপ্রধান পেয়ে জা’তি হিসেবে ল*জ্জিত বোধ করি! ওর জন্য আজ সে’নাবা’হিনীও ক’লঙ্কিত!
সে’নাবা’হিনী আমাদের গর্বের জায়গা, তাই দেশপ্রেমিক সে’নাদের প্রতি অনুরোধ আপনারা এই জ’ঞ্জাল পরিষ্কার করে সে’নাবা’হিনীকে ক’লঙ্ক মুক্ত করুন। 🇧🇩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *