
TOI BANGLA DESK: ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫ঃ আজ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় কবি ও লেখিকা অতদ্রানু রিপা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, আলী রিয়াজ তাকে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, গর্ভবতী হলে জোরপূর্বক গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভ্রূণ হত্যা করান এবং পরবর্তীতে গুম-খুনের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চাপ দিচ্ছেন।
রিপা তার ভিডিওতে জানান, আলী রিয়াজ তাকে বলেছিলেন যে তিনি ভ্যাসেকটমি করিয়েছেন, তাই সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসের ভিত্তিতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দেশ-বিদেশে (হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ) একসঙ্গে ভ্রমণ করেন এবং আমেরিকায় নিয়ে গিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।
কিন্তু গর্ভবতী হওয়ার খবর জানানোর পর আলী রিয়াজ তাকে এড়িয়ে চলতে শুরু করেন। পরে তার দীর্ঘদিনের বান্ধবী দিলরুবা শারমিনের মাধ্যমে ফোন করে রিপাকে গর্ভপাতে রাজি করানোর চেষ্টা করা হয়। তাকে ভয় দেখানো হয় যে,
“আওয়ামী লীগ ফিরে এলে পরিস্থিতি খারাপ হবে, আলী রিয়াজ বিপদে পড়বেন”
এবং “এখন বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে পরে সন্তান নেয়া যাবে”।
এই চাপ ও ভয়ের মুখে রিপা ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে গর্ভপাত করতে বাধ্য হন। গর্ভপাতের পর আলী রিয়াজ তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন এবং বিভিন্ন লোকের মাধ্যমে তাকে তুলে নিয়ে গুম করার হুমকি দিতে থাকেন বলে রিপা অভিযোগ করেন।
ভীত-সন্ত্রস্ত রিপা ভিডিওতে বলেন, “আমি আজ দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। আমার জীবন বিপন্ন। আমি পালিয়ে বেড়াচ্ছি।”
যিনি জনসমক্ষে ন্যায়, নীতি, সাম্য ও গণতন্ত্রের কথা বলেন, সংবিধান সংস্কারের দায়িত্বে আছেন, সেই আলী রিয়াজের ব্যক্তিগত জীবন নিয়ে এই অভিযোগ সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন—যিনি নিজের প্রেমিকাকে প্রতারণা করে, গর্ভের সন্তান নষ্ট করতে ছল-কৌশল ও ভয়ের আশ্রয় নেন, তার হাতে ১৮ কোটি মানুষের সংবিধান কতটা নিরাপদ?এই প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজ বা তার পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
