বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, আলী রিয়াজের এসব অপকর্মের অন্যতম সহযোগী ও ‘নারী জোগানদাতা’ হিসেবে কাজ করেন দিলরুবা শারমিন নামের এক নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ, এই দিলরুবাই তাকে গর্ভপাতে বাধ্য করেছেন এবং আলী রিয়াজের হয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন।
সম্প্রতি অতন্দ্রনু রীপা নামের এক নারী নিজেকে কবি পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, অধ্যাপক আলী রিয়াজ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর আলী রিয়াজ যোগাযোগ বন্ধ করে দিলে দৃশ্যপটে আসেন দিলরুবা শারমিন।
ভিডিও বার্তায় ওই নারী অভিযোগ করেন, আলী রিয়াজ তাকে এড়িয়ে চলা শুরু করলে দিলরুবা শারমিন তার সঙ্গে যোগাযোগ করেন। দিলরুবা দেশের রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে এবং আলী রিয়াজের বিপদের কথা বলে ভুক্তভোগীকে মানসিকভাবে দুর্বল করে ফেলেন। অভিযোগকারী বলেন, “দিলরুবা শারমিন আমাকে নানাভাবে ভয়ভীতি ও বুঝিয়ে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান এবং জোরপূর্বক গর্ভপাত (অ্যাবরশন) করান।”
অভিযোগের ধরণ দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, দিলরুবা শারমিন কেবল আলী রিয়াজের সহযোগীই নন, বরং তার জন্য নারীদের ম্যানেজ করা বা পরিস্থিতি সামাল দেওয়ার মতো ‘জোগানদাতা’র ভূমিকাও পালন করে থাকেন।
ভুক্তভোগী নারীর দাবি, ২০২৩ সালের মাঝামাঝি ফেসবুকে পরিচয়ের পর আলী রিয়াজ নিজের একাকিত্বের কথা বলে তাকে কাছে টানেন। সরকার পরিবর্তনের পর ঢাকায় এসে হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ বিভিন্ন স্থানে তারা সময় কাটান। ওই নারী বলেন, “উনি আমাকে বলেছিলেন উনার ভ্যাসেকটমি করা আছে, তাই প্রোটেকশনের দরকার নেই। আমি তাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু প্রেগন্যান্ট হওয়ার পর বুঝতে পারি তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন।”
গর্ভপাতের পর আলী রিয়াজ ও দিলরুবা চক্র ওই নারীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। বর্তমানে তিনি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, “পুলিশ দিয়ে আমাকে গুম করার হুমকি দেওয়া হচ্ছে। আমি বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছি। আমি সাধারণ জীবন ফেরত চাই।”
এ বিষয়ে এখন পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজ বা দিলরুবা শারমিনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আলী রিয়াজের মতো একজন ব্যক্তির জীবনে দিলরুবা শারমিনের এমন রহস্যজনক ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
Related Posts
Justin Trudeau dating Katy Perry for ‘fame’ and ‘doesn’t want the trend to stop,’ source reveals: ‘It’s key to his survival’
A source claimed that former Canadian Prime Minister Justin Trudeau is dating pop star Katy Perry solely for fame or…
অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও জোরপূর্বক গর্ভপাতের গুরুতর অভিযোগ
TOI BANGLA DESK: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, প্রতারণা এবং জোরপূর্বক গর্ভপাত…
Tense Standoff at Dhanmondi 32 as Protesters Clash With Security Forces; Army Attempts Negotiated De-Escalation
On the afternoon of Today (14 November 2025), a tense and fast-escalating situation unfolded at Dhanmondi 32, the historic and…
